বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ

দেশের বাজারে মাত্র দুই দিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৫১৭ টাকা বাড়ানো হয়েছে। এতে উন্নতমানের ২২ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৫০২ টাকা। দেশের ইতিহাসে যা সর্বকালের সর্বোচ্চ। 

মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। এছাড়া আন্তর্জাতিক বাজারেও নিরাপদ আশ্রয় ধাতুটির দর বৃদ্ধি পেয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ১ লাখ ২৪ হাজার ৫০১ টাকা, ২১ ক্যারেটের দাম ১ লাখ ১৮ হাজার ৮৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ১ হাজার ৮৬১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি দাম ৮৪ হাজার ২১৪ টাকা।

তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। 

এর আগে গত ১৮ আগস্ট গুরুত্বপূর্ণ ধাতুটির দাম বাড়ানো হয়। ভালো মানের স্বর্ণের দাম প্রতি ভরিতে বাড়ানো হয় ২ হাজার ৯০৪ টাকা। এতে স্থানীয় বাজারে ভরিপ্রতি স্বর্ণের মূল্য দাঁড়ায় ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকায়।

Related Posts

দেশের বাজারের চেয়ে কম দামে ভারতে গেল ২৭৭ মেট্রিক টন ইলিশ
  • October 5, 2024

বেনাপোল বন্দর দিয়ে পাঁচদিনে ২৭৭ মেট্রিক টন ৩০০ কেজি ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। কয়েক দফায় ৯১টি ট্রাকে করে পাঠানো এই ইলিশ দেশের বাজারের চেয়ে কম মূল্যে রপ্তানি হচ্ছে। গত বৃহস্পতিবার ২০টি ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি, শনিবার ১৫টি ট্রাকে

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *