ভারত-বাংলাদেশ ম্যাচে যত রেকর্ড হলো

ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে যা হলো, তাকে ‘ওয়ান ওয়ে ট্র্যাফিক’ বলাই যায়। ভারত প্রথম ওভার থেকে খেলেছে আগ্রাসী ক্রিকেট। আর বাংলাদেশ এই ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি। যার ফলে ম্যাচটা হেরেছে ১৩৩ রানের বিশাল এক ব্যবধানে।
তাতে একগাদা রেকর্ডও গড়া হয়ে গেছে এই ম্যাচে। যেসব উল্লেখযোগ্য রেকর্ড হয়েছে এই লড়াইয়ে তা এক নজরে দেখে নেওয়া যাক–

২৯৭– বাংলাদেশ তাদের ইতিহাসে প্রথমবারের মতো ২৫০+ রান হজম করল। এর আগে হজম করা সর্বোচ্চ রান ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৭ সালে, সে ম্যাচে ডেভিড মিলারের রেকর্ড গড়া সেঞ্চুরিতে প্রোটিয়ারা ৪ উইকেট খুইয়ে করেছিল ২২৪।

৪৭– বাংলাদেশের বিপক্ষে ভারত ৪৭টি বাউন্ডারি মারে। যা এক ইনিংসে বাংলাদেশের সবচেয়ে বেশি বাউন্ডারি হজমের রেকর্ড। ভারতের ২২টি ছক্কাও বাংলাদেশের বিপক্ষে কোনো দলের সর্বাধিক ছয়ের রেকর্ড।
তবে সব দেশ মিলিয়েও রেকর্ড গড়ে ফেলেছে বাংলাদেশ। পুরো ম্যাচে ৪৭টি বাউন্ডারি হজমের রেকর্ড টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে যৌথভাবে সর্বোচ্চ (শ্রীলঙ্কার সঙ্গে মিলে)।

৬৬– তানজিম হাসান সাকিব ৬৬ রান দিয়েছেন গত রাতে। যা বাংলাদেশের হয়ে সবচেয়ে খরুচে স্পেলের রেকর্ড। মজার ব্যাপার হলো, দেশের হয়ে ৪ ওভারের স্পেলে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ডটাও তারই, সেটাও আবার চলতি বছরই গড়েছিলেন এই রেকর্ড। নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে কিংসটাউনে তিনি ৪ ওভারে ২১টি ডট দিয়ে দিয়েছিলেন ৭ রান, তুলে নিয়েছিলেন ৪ উইকেট।

৮২- ভারত পাওয়ারপ্লেতে ৮২ রান তোলে। যা বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ। এই রান তারা তোলে ১৫টি বাউন্ডারিতে। বাংলাদেশের বিপক্ষে এটাও একটা রেকর্ড।

১৭৩– সাঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদব ১৭৩ রানের পার্টনারশিপ করেন, যা বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ জুটি।

১৩৩– ১৩৩ রানের এই হার বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানের হার।
৪০– সাঞ্জু স্যামসন গতকাল সেঞ্চুরি করেছেন ৪০ বলে। তার এই সেঞ্চুরি উইকেটরক্ষকদের মধ্যে দ্রুততম।

Related Posts

কে হচ্ছেন বাফুফের নতুন সভাপতি?
  • October 26, 2024

টানা ১৬ বছর শাসনের পর শেষ হয়েছে কাজী সালাউদ্দিনের অধ্যায়। এবার নতুন সভাপতি পেতে চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ শনিবার (২৬ অক্টোবর) নির্বাচনের মধ্যে দিয়ে নতুন সভাপতি পেতে যাচ্ছে দেশের ফুটবল। আগামী চার বছরের জন্য কার হাতে উঠছে বাফুফের

Read more
আমি আমার সব স্বপ্ন পূরণ করতে পেরেছি : মেসি
  • October 19, 2024

ফুটবল ক্যারিয়ারে লিওনেল মেসির দলীয় শিরোপার সংখ্যা ৪৬। এর চেয়ে বেশি শিরোপা জেতার কীর্তি আর কারোই নেই। এমন কীর্তির জন্য সম্প্রতি স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা তাকে ‘মার্কা আমেরিকা অ্যাওয়ার্ড’ পুরস্কার দিয়েছে। মেসিকে এই পুরস্কার তুলে দেওয়া হয় চেজ স্টেডিয়ামে, যা তার

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *