টিকটকের প্রতিষ্ঠাতা চীনের সবচেয়ে ধনী ব্যক্তি

  • Tech
  • October 30, 2024

টিকটকের মূল প্রতিষ্ঠান ‘বাইটডান্স’-এর সহপ্রতিষ্ঠাতা চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় নাম লিখিয়েছেন।

হুরুন রিসার্চ ইনস্টিটিউটের তালিকা অনুসারে, বাইটডান্সের ঝাং ইমিং বর্তমানে ৪৯.৩ বিলিয়ন মার্কিন ডলারের (৩৮ বিলিয়ন ইউরো) মালিক। ২০২৩ সালের তুলনায় তা ৪৩ শতাংশ বেশি।

৪১ বছর বয়েসি ঝাং ইমিং ২০২১ সালে কোম্পানির দায়িত্ব থেকে সরে এসেছিলেন। তবে তিনি বাইটডান্সের প্রায় ২০ শতাংশের শেয়ার হোল্ডার।

চীনের সঙ্গে অনেক দেশের সম্পর্কের টানাপোড়েন থাকলেও বিশ্বজুড়ে টিকটক অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ হয়ে উঠেছে।

যদিও সংস্থাটি দাবি করে যে, তারা চীনের সরকার থেকে স্বাধীন। তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি নাগাদ কোম্পানিটি যদি বিক্রি করে না দেওয়া হয়, তাহলে তারা সে দেশে টিকটক ব্যবহারের অনুমতি দেবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে চাপ থাকার পরেও বাইটড্যান্সের বৈশ্বিক মুনাফা ২০২৩ সালে ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ঝাং ইমিংয়ের ভাগ্যকেও বদলে দিয়েছে।

হুরুন রুপার্ট হুগেওয়ার্ফের প্রধান বলেছেন, ২৬ বছরের মধ্যে ঝ্যাং ইমিং চীনে ১৮তম যিনি ধনীদের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে ধনীদের তালিকায় মাত্র ৪ জনের নাম রয়েছে। এরা হলেন- বিল গেটস, ওয়ারেন বাফেট, জেফ বেজোস এবং ইলন মাস্ক।

Related Posts

ভয়েস সহ ভিডিও তৈরিতে এআই টুল নিয়ে আসছে মেটা
  • October 9, 2024

সময়ের সঙ্গে এগিয়ে যাচ্ছে প্রযুক্তি। আমাদের জীবনের প্রায় প্রতিটা ক্ষেত্রে সহজ করছে প্রযুক্তির উন্নয়ন। সে ধারাবাহিকতায় এখন অনেক কাজেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহার করা হয়। এমনকি ভিডিও নির্মাণের ক্ষেত্রেই এআই টুলের ব্যবহার বেড়েই চলেছে। দ্য গার্ডিয়ান থেকে এবার জানা গেল, ‘মুভি

Read more
ফেসবুকে ভিডিও নির্মাতাদের আয়ের পথ সহজ হচ্ছে
  • October 9, 2024

ফেসবুকের মনিটাইজেশন কর্মসূচির আওতায় নিয়মিত রিলস ও ভিডিও পোস্ট করে আয় করেন অনেকেই। ফেসবুকের সাধারণত ইন-স্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস ও পারফরম্যান্স বোনাস নামের তিনটি পদ্ধতির মাধ্যমে আয় করা যায়। প্রতিটি পদ্ধতির মাধ্যমে আয় করার জন্য রয়েছে ভিন্ন ভিন্ন শর্ত

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *